চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের পাশে জলকদর খাল থেকে নিখোঁজের ৭ দিন পর নূর উল্লাহ মাপি নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মরদেহ উদ্ধার করা হয়। গত ১১ অক্টোবর মিয়ার বাজার সড়কের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সে স্থানীয় আবু বকর সিদ্দিক মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
শিশুটির বাবা নুরুল আনছার বলেন, গত ১১ অক্টোবর সন্ধ্যায় আমার ছেলে বাড়ির সামনে রাস্তায় যায়। ওর মা বাসায় কাজ করছিলেন। ১৫ থেকে ২০ মিনিট পর তিনি বাইরে এসে দেখেন ছেলে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাইনি। পরদিন বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। জলকদর খালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করি। আমার ছেলেকে সংঘবদ্ধ চক্র হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই। জড়িতদের তদন্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, জলকদর খাল থেকে নিখোঁজের ৭ দিন পর নূর উল্লাহ মাপি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের দাবিতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম