চট্টগ্রামে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল লিটনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। নগরের আকবর শাহ এলাকা থেকে রায়ের ১৪ বছর পর র্যাব-৭ তাকে গ্রেফতার করে।
আসামি আমিনুল লিটনের বাড়ি শেরপুরের নকলা থানার চকপাড়া এলাকায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নকলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, শেরপুর জেলার নকলা থানায় ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল লিটন নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় অবস্থান করছে। পরে র্যাব সেখনে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ নগরীর আকবর শাহ এলাকায় বসবাস করছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল