চট্টগ্রামে পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে শরফুদ্দীন ভুইয়া মামুন নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশের বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শুক্রবার মাছ বোঝাই করে পিকআপ নিয়ে বারইয়ারহাটে আড়তে যাচ্ছিলেন মামুন। এ সময় দ্রুতগামী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে পিকআপ থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম