মুক্তিযুদ্ধের মহিলা সংগঠক, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমেদ চৌধুরীর স্ত্রী, বাওয়া স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. নুরুন নাহার জহুরের ৩৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার।
এ উপলক্ষ্যে জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমার কবর প্রাঙ্গণে দোয়া মাহফিল ও পরিবারবর্গের পক্ষ থেকে কবর জিয়ারত এবং নন্দনকানস্থ বাওয়া চিলড্রেন হোমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ডা. নুরুন নাহার ছিলেন একজন চিকিৎসক, লেখিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর। ১৯৮৭ সালের এই দিনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিডি প্রতিদিন/হিমেল