চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিযে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো, আসিফুর রহমান (২৫) ও আবদুর রহিম (২৬)। সোমবার রাতে বায়েজিদ থানার কুলগাঁও দয়াপাড়া মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গত ৮ মার্চ চারজন ভিকটিমকে ছুরির ভয় দেখিয়ে দুইটি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল দুইটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসিফুর রহমান পেশাদার ছিনতাইকারী, তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম