নগরীর কদমতলীর ফিলিং স্টেশন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সিআরবির শিরীষতলা প্রবেশ মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-আলতাফ হোসেন, মিসবাহ ও কামাল হোসেন চৌকিদার।
কোতোয়ালী থানার ওবায়দুল হক বলেন, এক শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাইসহ মামলার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এমআই