চট্টগ্রামে ওষুধের বৃহত্তম বাজার হাজারী গলিতে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের নষ্ট ইনসুলিন জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। শনিবার এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে নষ্ট ইনসুলিন পাওয়ায় তিন দোকান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, ‘ইনসুলিন রাখার জন্য যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রায় সংরক্ষণ না করায় প্যাসিফিক ট্রেডার্স, নিরুপমা ড্রাগ হাউজ ও রাজীব ড্রাগ হাউজের ৯ লাখ টাকা মূল্যের ইনসুলিন জব্দ করা হয়। সঠিক তাপমাত্রায় না রাখার কারণে এগুলো আগেই নষ্ট হয়ে গেছে। তিন দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী কমিশনার সুলতানুল আরেফীন এবং কোতোয়ালি থানার এসআই মো. মেহেদী হাছান।
বিডি প্রতিদিন/এএম