চট্টগ্রাম নগরীর নন্দনকান এলাকায় রাইফেল ক্লাব ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ইতিমধ্যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রচন্ড ধোঁয়ার কারণে ভেতরের পরিস্থিতি এখনো জানা যায়নি।
ভবনের এক নিরাপত্তাকর্মী জানান, মাগরীবের নামাজের পর ব্যাংকের ফ্লোরে কাঁচের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া আসতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভেতর থেকে প্রচুর ধোঁয়া আসায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত