ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা এলাকায় দ্রুতগামি গাড়ির ধাক্কায় অভিজিত দাশ (৩১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত অভিজিৎ ফটিকছড়ি উপজেলার রোশানগিরি এলাকায় বাসিন্দা। এই ঘটনায় গুরতর আহত মোটরসাইকেলের আরো দুই আরোহী শান্তনু বিশ্বাস (২৯) ও শাহেদুল ইসলাম (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, ‘কদম রসুল এলাকায় একটি অজ্ঞাত গাড়ি অভিজিতদের মোটারসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিতের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম