চট্টগ্রামের বোয়ালখালীতে গাছ থেকে পড়ে অলক কান্তি নাথ (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পৌরসভার মুরাদ মুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলক কান্তি নাথ পৌরসভার পূর্ব গোমদন্ডী চুড়াখালী নাথ পাড়ার মৃত মানিক নাথের ছেলে।
গাছের মালিক জান্নাতুল ফেরদৌস বলেন, ওই দিনমজুর এলাকায় বিভিন্নজনের গাছ কাটার কাজ করতেন। সকালে গাছ কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ইমু বলেন, অলক কান্তি নাথ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম