চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ (৩০) নামে সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মহত্যার অপচেষ্টারত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কারাগারের এ ঘটনা ঘটলেও মঙ্গলবার তা জানাজানি হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে কারা কর্তৃপক্ষ।
জানা যায়, ইব্রাহিম নেওয়াজের বাড়ি রাঙামাটি পৌর সদরে। রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
এদিকে কারা অভ্যন্তরে বন্দির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে তিন জেল সুপারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এএম