চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা মোড় থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেগতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের খালেদা বেগম, রেহেনা আক্তার, পটুয়াখালীর মো. মনির ও সফিকুল ইসলাম। বুধবার (২০ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দুইজন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ