চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত উদ্ধারকৃত সড়ক পুনর্দখল ঠেকাতে অভিযানে চালিয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে পরিচালিত অভিযানে অংশ নেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, চৈতী সর্ববিদ্যা এবং শাহরীন ফেরদৌসী।
অভিযানে ২০০ পুলিশ, ১৬ জন র্যাব, চসিকের ৪০ জন স্ট্রাইকিং ফোর্সের সদস্য এবং চসিক কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন।
চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন বলেন, পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত উদ্ধারকৃত সড়ক পুনর্দখল ঠেকাতে অভিযানে চালিয়ে রাস্তা ও ফুটপাত দখল করা হকারদের সরিয়ে দেয়া হয়েছে। এসময় ফুটপাত দখল করে বসানো দোকানের অস্থায়ী চৌকি, টুল ইত্যাদি ভেঙ্গে দেয়া হয়। একই সঙ্গে দখলকারী কিছু ব্যক্তির মালামালও জব্দ করা হয়।
তিনি আরও জানান, চসিকের লক্ষ্য হচ্ছে ফুটপাত-সড়ক দখল হতে দেয়া হবে না। পুরো শহরের সব ফুটপাত-সড়কই কার্যক্রমের আওতায় আসবে। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ