চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আখতার হোসেন নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গণ্ডামারার আরেকদিয়ায় সাগরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। আখতার হোসেন বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার কাশেম মিয়ার ছেলে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ২০ দিন আগে কুতুবদিয়া চ্যানেলে দুইটি মাছ ধরার ট্রলারের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বাগেরহাটের আখতার হোসেন ট্রলার থেকে পড়ে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম