চট্টগ্রামের চন্দনাইশের বরকল চাঁনখালী খালের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শনিবার উপজেলার পশ্চিম সীমান্তবর্তী চাঁনখালী খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, বেইলি ব্রিজটি অন্যত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায় সরানো হয়নি। যেহেতু ভেঙে পড়েছে, বেইলি ব্রিজের সরঞ্জামগুলো উত্তোলন করে নেওয়া হবে।
১৯৯৪ সালে চন্দনাইশের সাথে পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারা হয়ে চট্টগ্রাম শহরে যোগাযোগের লক্ষে তৎকালীন সরকার অস্থায়ীভাবে চাঁনখালী খালের ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘ ২৮ বছর পর বর্তমান সরকার নতুন ব্রিজ নির্মাণ করে। কিন্তু অস্থায়ী বেইলি ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
বিডি প্রতিদিন/হিমেল