চট্টগ্রামের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ হোসেন (৪৫) ও মো. দুলাল মিয়া প্রকাশ শাকিল (২৪)।
কোতোয়ালী থানার ওসি ওবায়েদুুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় ৭টি এবং মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম