ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় পণ্যবোঝাই কাভার্ডভ্যান অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়ায় দুইজন নিহত হয়েছে। রবিবার সকালে মহাসড়কের ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা মাছুম বিল্লাহ (৪০) ও পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা পিকআপ ভ্যানচালক আবদুর রহিম (৪২)।
কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, নিজামপুর কলেজের দক্ষিণ পাশে ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভাভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুুর্ঘটনা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/এএম