১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো পৈশাচিক হত্যাযজ্ঞকে জেনোসাইডের স্বীকৃতি দিয়ে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম। রবিবার (২৪ মার্চ) নগরীর দোস্তবিলিংয়ে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে ফোরামের নেতারা এই দাবি জানান।
সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
অন্যদের মধ্যে সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারী বিষয়ক সম্পাদক সাইফুন নাহার খুশী, সম্পাদকমন্ডলির সদস্য মঈনুল আলম খান, নবী হোসেন সালাউদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল