চট্টগ্রাম কর্ণফুুলী নদীর তীরে ভেসে আসা এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদরঘাট এলাকার আসাম-বেঙ্গল নদী ঘাটের পাশে লাশটি পাওয়া যায়।
সদরঘাট নৌপুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রবিবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের আনুমানিক বয়স ৫০-৫৫ হতে পারে। পরনে কালো ব্লাউজ ও নীল রঙের পেটিকোট ছিল। কানে দুল ও হাতে চুড়ি ছিল। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি।
বিডি প্রতিদিন/এএম