চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, রমজানকে সামনে রেখে দেশবিরোধী অপশক্তি সুকৌশলে অবাঞ্ছিত সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে গণমানুষের দুর্ভোগ বাড়াতে চায়। তাদেরকে চিহ্নিত করে প্রতিটি মহল্লায়, ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।
সোমবার নগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হল প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন নাছির।
আ জ ম নাছির আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন দেশপ্রেমিক সরকার ও আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার আরাধ্য স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগে আমাদের প্রত্যেককে স্মার্ট সিটিজেন হতে হবে। আমরা চাই একটি সুশিক্ষিত দেশপ্রেমিক প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক উৎপাদনমুখী নাগরিকে পরিণত হতে। এই নাগরিকরাই ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করার অগ্রবর্তী বাহিনী হিসেবে নিবেদিত হবে।
শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নঈম উদ্দিন চৌধুরী, নগর সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক এমপি নোমান আল মাহমুদ, শেখ মাহমুদ ইসহাক, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, শহিদুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত