চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারে নামিদামি ব্র্যান্ডের নকল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নুপুর মাকের্টে নকল জুতা ও স্যান্ডেল বিক্রি ও তৈরির অভিযোগে ‘ভাই ভাই সু’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়। সোমবার এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক জানান- ভাই ভাই সু দেশের নামীদামি ব্র্যান্ড জুতা নকল করে জুতা উৎপাদন ও বিক্রয় করে আসছে। অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুতা নকল করে বিক্রি অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম