কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন থেকে রক্ষা পেতে নদীতে লাফ দেওয়ার আগেই চারজন দগ্ধ হন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান ক্রুজ শীপের পাশে নোঙর করা একটি ট্রলারে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধরা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, মাছ ধরার ট্রলারে ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাাতলে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ