একদিকে চলছে ঈদ উদযাপনের প্রস্তুতি। এরমাঝেই দুয়ারে এসে গেছে বৈশাখ। ঈদ উদযাপনের পাশাপাশি বন্দর নগরীতে চলছে পহেলা বৈশখাকে বরণ করার প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবারো চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, আবৃতি, নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজনে বৈশাখ বরণের প্রস্তুতি নিয়েছে পহেলা বৈশাখ উদযাপন কমিটিগুলো। নগরীর সিআরবি শিরীষতলা, ডিসি হিল, শিল্পকলা একাডেমিসহ বেশকিছু ভেন্যুতে এসব আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারো নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম, শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, এনায়েতবাজার মহিলা কলেজে রবীন্দ্র সঙ্গীত উদযাপন পরিষদসহ বেশকিছু সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হবে।
নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহের জানান, প্রতি বছরের মতো এবারো বোধন, প্রমা, উদীচী, উচ্চারক, শিশু একাডেমি, রক্তকরবী, তারুণ্যের উচ্ছাসসহ চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল গান, নাচ, আবৃতির ৫৩টি সংগঠন পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবে। বৈশাখকে বরণ করে নিতে চট্টগ্রামের চারুকলা ইন্সস্টিটিউট বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে। ঈদ প্রস্তুতির পাশাপাশি এসব অনুষ্ঠানমালা আয়োজনেও সমানতালে প্রস্তুতি চলছে।
এদিকে বাংলা নববর্ষের অনুষ্ঠানে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার নগরীর দামপাড়া পুলিশ লাইনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়। সভায় সিএমপির অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় নববর্ষের প্রথমদিন নগরীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সিএমপি।
সভায় সিএমপি কমিশনার জানান, বৈশাখ উদযাপনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। ঈদ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান কাছাকাছি হওয়ায় পুলিশের বাড়তি প্রস্তুতি আছে। কোনো রকম অনাকাঙ্খিত ঘটনার তথ্য না থাকলেও পার্বত্য এলাকায় চলমান সহিংষতা ও সাইবার ওয়াল্ডের গুজবকে পর্যালোচনা করে যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রেখেই নগরজুড়ে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। তবে সন্ধ্যা ছয়টার মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
বিডি প্রতিদিন/এএম