২৪ মে, ২০২৪ ১৭:৩৬

এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দম্পতি গ্রেফতার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মুজিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী মমতাজকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ মে) সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সীতাকুণ্ডের স্থায়ী বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, গ্রেফতারকৃত মমতাজ এনএসআই’র উপ-পরিচালক পরিচয় দিয়ে মনজুর আলম নামের এক যুবকের কাছ থেকে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় মমতাজের স্বামীও জড়িত। এক অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে মাদকদ্রব্যও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর