কোটা সংস্কার আন্দোলনের নামে নগরে সন্ত্রাসী কার্যক্রম, হত্যা, দাঙ্গা ও নাশকতার মামলায় গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নাশকতার ১৮ মামলায় এ পর্যন্ত নগরে মোট ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে হালিশহর থানায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ৪ জনকে।
ডবলমুরিং থানায় দায়েরকৃত নতুন মামলায় এজাহারনামীয় ৩১ জন ও অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ শুক্রবার গণমাধ্যমকে জানান, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/আরাফাত