চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ। পাশাপাশি নতুন করে একটি মামলা দায়ের হয়েছে ডবলমুরিং থানায়। এ মামলায় এজাহারনামীয় ৩১ জন ও অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। নতুন একটিসহ মোট নাশকতার ১৮ মামলায় এ পর্যন্ত নগরে মোট ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জেলা পুলিশ ১১টি মামলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে চট্টগ্রামে নাশকতার মামলায় আরও ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) কাজী মো. তারেক আজিজ বলেন, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধার অভিযোগ এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/শআ