চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প চট্টগ্রাম নগরীর চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি নগরীর ইশান মিস্ত্রির হাট ও কুমারখাল স্লুইস গেট অংশে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প। তাই আমি নিজে কাজের অগ্রগতি প্রতিদিন তদারকি করছি। আশা করি এর সুফল খুব দ্রুত চট্টগ্রামবাসী পাবেন। এ জন্য সহযোগিতা হিসেবে আপনাদের খাল-নালায় ময়লা আবর্জনা না ফেলার আহবান জানাচ্ছি। এ সময় তিনি জোয়ারের পানি কর্ণফুলী নদীর সংযোগ খাল কুমার খাল দিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে কিনা এবং ম্লুইস গেট কাজ করছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত সময়ে কাজ শেষ করার তাগাদা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, স্থানীয় কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী এবং বাংলাদেশ সেনা বাহিনীর কর্তব্যরত সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল