চট্টগ্রাম নগরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে আরও ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। চট্টগ্রামে সব মিলিয়ে সোমবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে দায়ের করা মোট ২০টি মামলায় ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ গণমাধ্যমে বলেন, চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ