চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নেমে জোয়ারের পানিতে তলিয়ে গেছেন মো. ইউনুস (৩২) নামের এক ব্যবসায়ী। রবিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইউনুসের বাড়ি কুমিল্লা জেলার গৌরিপুরে। তিনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে থাকতেন।
পতেঙ্গা থানার এসআই মোহাম্মদ কিরণ হোসেন জানান, ইউনুস একজন চা বিক্রেতা ছিলেন। রবিবার দুপুরের পর আগ্রাবাদ থেকে এক বন্ধুর সাথে পতেঙ্গা সৈকতে বেড়াতে যান তিনি। বিকেল পাঁচটার দিকে পানিতে নামলে জোয়ারের পানিতে তলিয়ে যান ইউনুস। এরপর তার বন্ধু অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তাকে পেতে ব্যার্থ হন। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে পতেঙ্গা সৈকতের তীরে তার মরদেহ ভেসে আসে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম