৮ আগস্ট, ২০২৪ ২০:৪১

পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার পিংক সিটি লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হৃদয় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে। বুধবার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পিংক সিটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইউনিট ডুবুরি দলের সদস্য ও রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা লেকে তল্লাশি চালায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর