বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওমর বিন নুরুল আবছারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। শনিবার বোয়ালখালী উপজেলা আকুবদণ্ডী গ্রামে শহীদ ওমরের বাড়িতে যান ডিসি। তিনি ওমরের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ওমরের মা-বাবাকে সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
সাক্ষাতে ওমরের পিতা নুরুল আবছার ও মাতা শহীদ ওমরের নামে উপজেলার একটি সড়ক নাম করণের প্রস্তাব দিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। গত ৫ আগস্ট বিকেলে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন ওমর বীন নুরুল আবছার। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন।
এসময় জেলা প্রশাসকের সাথে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, বোয়ালখালী উপজেলার ইউএনও হিমাদ্রী খীসা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম