জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলা একবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে গোপালগঞ্জে ‘আওয়ামী সন্ত্রাসী’ দ্বারা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার পৃথক তিন জেলা নগরীর কাজীর দেউড়ি এলাকায় মিছিল ও সমাবেশ করে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নগরীর কাজির দেউরী ভিআইপি টাওয়ারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নুর আহমদ সড়ক, লাভলেইন মোড়, এনায়েত বাজার হয়ে পুনরায় কাজির দেউরী মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুনর রশিদ, সাইদুল ইসলাম, মামুনুর রহমান, হারুনুর রশিদ, এম এ সালাম, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দীন নাহিদ।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দীন সেলিম ও সাধারণ সম্পাদক আলী আকবরের নেতৃত্বে নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল নুর আহমদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, সোলায়মান রাজ, জসিম উদ্দিন চৌধুরী, ফোরকান ইকবাল, মিরাসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, ফটিকছড়ির আহবায়ক এস এম আবু মনসুর, সন্দীপের আহবায়ক সফিউল আলম সামু, ফটিকছড়ির সদস্য সচিব এডভোকেট ইউসুফ আলম মাসুদ, সীতাকুণ্ডের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, রাঙ্গুনিয়ার সদস্য সচিব আলী নুর তালুকদার মনি প্রমুখ। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দীন মানিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নগরীর কাজীর দেউড়ি থেকে শুরু হয়ে লাভলেইন হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, ইমদাদুল হক সিকদার মাসুদ, মতিউর রহমান রাসেল, মঈন উদ্দীন মনির, মুরাদুল আলম, তৌহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, নাঈম উদ্দিন চৌধুরী, আতিকুর রহমান, হেফাজ উদ্দিন, দিদারুল আলম, শহীদুল্লাহ মানিক ওবায়দুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল কাদের, ইব্রাহিম চৌধুরী, মোরশেদুল আলম, মোনায়েম খান জাহাঙ্গীর আলম , মোঃ ফারুক, দিদারুল আলম, ইসমাইল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম