চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ আরিফ (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে ছনুয়া ইউনিয়নের খদুকখালী গ্রামের কোনাখালী বিল নামের জমিতে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত আরিফ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই যুবকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন জানিয়েছেন, গত শনিবার রাতে আরিফ মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর পুরো রাত পার হয়ে গেলেও তিনি আর ঘরে ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে রবিবার সকালে কোনাখালী বিলে লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএম