চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল লতিফপুর এলাকায় ১৮ হাজার ঘনফুট পাহাড় কাটার অপরাধে চারটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বাদী হয়ে নগরের আকবর শাহ থানায় মামলাগুলো দায়ের করেন।
এর আগে নগরের বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কেটে রেস্টুরেন্ট নির্মাণের অপরাধে একজনের বিরুদ্ধে মামলা ও একাধিক স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, চারটি সিন্ডিকেট পরস্পরের সহযোগিতায় কয়েক মাস ধরে এসব পাহাড় কেটে পাকা ভবন, মুরগির খামার, দোকানপাট, প্লট নির্মাণ করেছে। তারা এসব পাহাড় ধ্বংস করে ব্যবসা করেছে। পরিদর্শন ও তদন্ত করে নিশ্চিত হওয়ার পর আমরা চারটি করেছি। এসব মামলায় মোট ৩৯ জনকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম