চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় কাজের খোঁজে এসে লাশ হলেন ১৯ বছর বয়সী আবু রায়হান নামের এক তরুণ। বুধবার চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর বাদামতল রেল স্টেশনের গার্ড রুমের সামনে থেকে তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে হাঁপানি ও শ্বাসকস্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে।
আবু রায়হান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে। তিনি কোরআনে হাফেজ হওয়ার পর বাঁশখালী পুঁইছড়ি মাদরাসায় ৮ম শ্রেণিতে পড়ছিলেন।
রায়হানের বাবা মো. ইদ্রিস বলেন, আমার ছেলে কোরানের হাফেজ। হাঁপানি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। ১৫-২০ দিন আগে কাজের সন্ধানে চন্দনাইশে আসে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন বলেন, রেল স্টেশনে এক তরুণের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম