চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে মো. ফারুক (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক ঢাকার কেরানীগঞ্জের আলিমুদ্দিনের ছেলে। শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন চালক ফারুক। হঠাৎ জগটি (গাড়ি তুলে রাখার যন্ত্র) সরে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল হাকিম আজাদ বলেন, সড়কের পাশে ট্রাকের নিচে জগ লাগিয়ে মেরামতের কাজ করছিলেন ফারুক। হঠাৎ করে জগটি পজিশন থেকে সরে গেলে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই