চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুকুরে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ও আমিরাবাদ এলাকায় এই দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন মনজুর আলম (৪০) ও মো. ইসমাইল (৪৮)। এরমধ্যে মনজুর পানিতে ডুবে ও ইসমাইল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, মাইজপাড়া এলাকা বাসিন্দা মনজুর মৃগী রোগী ছিলেন। শনিবার ফজরের নামাজ আদায়ের আগে বাড়ির পুকুরে ওজু করতে যান তিনি। এরপর আর ফিরে আসেননি। ঘরে না ফেরায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে খুঁজলেও পাননি। পরে সকাল নয়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে সকাল ১১টার দিকে আমিরাবাদের সুখছড়ি কামার দীঘিরপাড় এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ইসমাইল। এসময় তার লাশ গাছে ঝুলে ছিলো। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বলে জানান ইউপি সদস্য মো. এরশাদ।
বিডি প্রতিদিন/এএম