চট্টগ্রামের রাউজান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার ইউসুফ ইসলাম (৩৫) পূর্ব রাউজান জরিপ আলী চৌধুরী বাড়ির ইউনুসের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পূর্ব রাউজানের জরিপ আলী চৌধুরী বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ইউসুফ ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে সেখান থেকে একটি দেশীয় তৈরি দোনালা বন্দুক (এলজি) ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই