চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদাকাত উল্ল্যাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদাকাত বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় পুলিশ তাকে খুঁজছিলো। অবশেষে শুক্রবার সন্ধ্যার পর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল