চট্টগ্রাম সিটিতে নতুন করে কোনো হোল্ডিং ট্যাক্স বাড়াবো না। শনিবার রাতে নগরীর আমিরবাগ আবাসিক এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, যারা হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন না, সিটি করপোরেশনকে সাবলম্বী করতে চাচ্ছেন না তাদের বলবো, আপনারা দিয়ে দেবেন। আমি দেখেছি প্রচুর হোল্ডিং ট্যাক্স বাকি। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ফলে অনেক আবেদন এসেছিল। সেগুলো মিটমাট না হওয়া পর্যন্ত হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়নি। সব আবেদন আমি বাতিল করে আগের হোল্ডিং ট্যাক্সে ফিরে যাব। আপনারা হোল্ডিং ট্যাক্স দিলেই আমি সিটি করপোরেশনকে সাবলম্বী করতে পারব। সততা, দেশপ্রেম ও নিষ্ঠা যদি থাকে তাহলে এটা অসম্ভব কিছু নয়। প্রথম দিন থেকেই আমি ৪৫০ কোটি টাকা দেনা নিয়ে শুরু করেছি। আমি সততা ও নিষ্ঠা দিয়ে এ দেনা শূন্যতে নিয়ে আসব।
মেয়র শাহাদাত বলেন, আমি চট্টগ্রামকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, নৈরাজ্য ও দুর্নীতি থাকবে না। একটি সুন্দর ক্লিন, গ্রিন ও হেলদি সিটি আমি চট্টগ্রামবাসীকে উপহার দিতে চাই। আমি ক্লিন মানে শুধু ময়লা পরিষ্কার করবো না, মানুষের মনও পরিষ্কার করব। আমি বলেছি, আমার অফিস সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিটি করপোরেশনে।
আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম। বক্তব্য রাখেন আবাসিক এলাকা জামে মসজিদের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আসাদ উল্লাহ, ডা. শামীম বক্স, ডা. আবু ইউছুপ, মো. আলী, মসজিদ কমিটির সভাপতি মীর আবদুস সালাম, বিএনপি নেতা এস এম সাইফুল আলম, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, অধ্যাপক ইউনুস চৌধুরী, আবদুল মান্নান, গাজী মো. সিরাজ উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ