চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন ও যুবলীগের এক নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরীর নির্বাহী সদস্য ইছমাইল হোসেন বাতেন (৩১) ও কর্ণফুলী উপজেলার যুবলীগের নেতা মোরশেদ আলী (৩৮)।
গ্রেফতার মোরশেদ আলী কর্ণফুলী থানার বৈরাগ উত্তর বন্দর এলাকার আকবর আলীর ছেলে এবং বাতেন চান্দগাঁওয়ের ফরিদা পাড়া জাক্কুর বিল্ডিংয়ের আব্দুল মান্নানের ছেলে। স্থায়ী বাড়ি ফেনীর পরশুরাম থানার উত্তর গতুমা গ্রামের চৌধুরী পাড়া।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁওয়ের খেয়ারপাড়া এলাকা থেকে মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় গত ১৬ আগস্ট সংঘটিত একটি হত্যা মামলা রয়েছে।’
কর্ণফুলী থানার মনির হোসেন জানান, ‘কর্ণফুলী থানার বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে মোরশেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বাকলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এমআই