চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বাংলাবাজার এলাকায় পুলিশের ওপর হামলা করে রায়হান উদ্দিন নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম নাছির উদ্দিন। তিনি নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল।
এ ঘটনায় নগর ডিবি পুলিশের এসআই আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়। মামলার পরপর চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ মফিজ, মোঃ ইকবাল, আবুল ফয়েজ ও শিমুল মিয়া।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ কর্মকর্তা) কাজী মো. তারেক আজিজ বলেন, আকবর শাহ থানার বাংলাবাজার এলাকায় বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর ডিবি পুলিশ সীতাকুণ্ড থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিস্ফোরক মামলার আসামি রায়হান উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হন পুলিশ কনস্টেবল নাছির উদ্দিন। একপর্যায়ে হামলাকারীরা গ্রেফতার আসামি রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। রাত সাড়ে ১০ এই প্রতিবেদন লেখা পুলিশের উপর হামলাকারী চারজনকে গ্রেফতার করলেও ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/নাজমুল