চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নগরের মনছুরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। আরিফুল ইসলাম চৌধুরী ডবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, রাতে আরিফুল নগরের আসকারাবাদ এলাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম