বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতে পেশাদার অপরাধী ভাড়া করেন চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হক। এ জন্য ৫ হাজার টাকা চুক্তিতে ভাড়া করা হয় তৌহিদুল ইসলাম ফরিদ নামে পেশাদার এক অপরাধীকে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলার সদরের কামালনগর এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করে সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ। ফরিদের বিরুদ্ধে ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে।
শনিবার দুপুরে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে ফরিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ২৮ রাউন্ড গুলি ছোড়েন।
তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত এ অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে। তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি হত্যাসহ অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া ফরিদ জানান, চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হক ও মহিউদ্দীন ফরহাদ ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালাতে ৫ হাজার টাকায় চুক্তিতে ভাড়া করেন ফরিদকে। চুক্তি অনুযায়ী গত ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিন থেকে চার রাউন্ড গুলি চালান।
বিডি প্রতিদিন/এমআই