চট্টগ্রামের পৃথক দুর্ঘটনায় আগুনে পুড়েছে ৫টি ঘর ও ৫টি দোকান। শুক্রবার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক ও বোয়ালখালী উপজেলার সরোয়াতলীতে পৃথক এ ঘটনা ঘটে। দুই পৃথক ঘটনায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা যায়, বোয়ারখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে পাঁচটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও শীতের এই সময়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের টিনশেড মাটির তৈরি ৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এদিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেকের মোড় এলাকায় আগুনে পুড়েছে ৫টি দোকান। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কর্ণফুলী ফায়ার স্টেশনের কর্মকর্তা অভি বড়ুয়া জানান, রাত ৩টা ১৮মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আগুনে ফলের দোকান, মোবাইলে সার্ভিসিংয়ের দোকান, সিএনজিচালিত গাড়ির ওয়ার্কসপ এবং দুটি কুলিং কর্ণার পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/এএম