চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েছেন। খাল খনন প্রকল্পের মাধ্যমে তিনি কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ও কৃষি উৎপাদন বৃদ্ধি করেছেন। কৃষি ও কৃষকবান্ধব নেতা জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তারেক রহমানও আমাদের নির্দেশনা দিয়েছেন কৃষকের পাশে দাঁড়াতে। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আহমদ ছাফার সভাপতিত্বে নুরুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আবুল কালাম, মনসুর আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, খালেদ বাবুল, মো. শাহরিয়া, মো. কামাল, মিঞা মোশাররফুল আনোয়ার চৌধুরী, মো. সাইফুদ্দিন, আহমদ রশিদ চৌধুরী, মো. রাসেল, মো. শহিদ, মো. হাসান, মোজাহারুল ইকবাল লাভলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল