চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল থেকে চট্টগ্রামের আদালতগুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন জানান, তাদের সহকর্মীকে নির্মমভাবে মারা হয়েছে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আইনজীবী সমিতি। সমিতির পক্ষ থেকে জরুরি মিটিং ডেকে মহানগর দায়রা জজ, জেলা দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সকল আদালতের কার্যক্রম সাসপেন্ড ঘোষণা করা হয়েছে।
মো. নাজিম উদ্দিন আরও বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপে নেওয়ার কথাও জানিয়েছে আইনজীবী সমিতি। পাশাপাশি চট্টগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, আজ বুধবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে হত্যার নিন্দা জানিয়ে ভূমি উপদেষ্টা এম হাসান আরিফ বলেন, ‘দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার। কাউকে ছাড় দেওয়া হবে না।’
বিডি প্রতিদিন/আরাফাত