চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আবুল বশর নামে যুবলীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট মেয়র গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল বশর নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর হামলার ঘটনায় ২০২১ সালের ২৪ জানুয়ারি রাতে নগরের ষোলশহর এলাকা থেকে তাকে গ্রেফতার হয়েছিলেন তিনি। ওই ঘটনায় ২৯ জানুয়ারি তাকে বহিষ্কার করে নগর যুবলীগ। তার বিরুদ্ধ পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় হত্যা, মারামারিসহ পাঁচটি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/নাজিম