চট্টগ্রামের ফটিকছড়ির অপহৃত সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকায় বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছয় জন।
গ্রেফতারকৃতরা হলেন- রাউজানের পূর্ব গুজরা আলী মিয়ারহাটের ফয়জুল আলম রবিউল (৩৫), বায়েজিদ থানার কুলাগাঁওয়ের সোহানুর রহমান (২৮), সাদেকুল আলম (২৯), নগরীর অক্সিজেন ব্যাপারী পাড়ার লোকমান শরীফ (৩৫), আমিন জুট মিল এলাকার শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও নগরীর আন্দরকিল্লা এলাকার আরমান প্রকাশ মানিক (৪৪)। মূলত ফয়জুল আলম রবিউলের নির্দেশে এই অপহরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ২৬ নভেম্বর হারুন রশিদ অপহরণ হওয়ার পর গোয়েন্দা তৎপররা শুরু করে। পরে হাটহাজারী মোড় বাস টার্মিনাল সংলগ্ন দরবার হোটেলের সামনে অভিযানে ৬ জন আসামিকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যমতে, হারুন রশিদকে উদ্ধার করা হয়। এসময় অপহরণে ব্যবহারিত জিপগাড়ি ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম