ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরায় বাইপাস এলাকায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, সকালে মহাসড়কের কুমিরায় নেত্রকোণা থেকে চট্টগ্রামগামী ‘হিরণ পরিবহনের’ একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন